প্রকাশিত: Wed, Dec 20, 2023 5:08 PM আপডেট: Sat, Dec 6, 2025 1:59 PM
[১] ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন
দিলওয়ার
খান, নেত্রকোনা: [২] ট্রেনে আগুন
দিয়ে মানুষ হত্যা, রেললাইন উপড়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা পৌর সভার সামনের সড়কে বুধবার সকালে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও যুব ফোরাম
এ কর্মসূচির আয়োজন করে।
[৩] নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ এমরানের সঞ্চালনায় বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, নেত্রকোনা সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকন উজ্জামান, নারী প্রগতী সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, অ্যাডভোকেট পূরবী কুন্ড, নারী নেত্রী কোহিনূর বেগম এ সময় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।